বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর উদ্যোগে বিজিবির জোন সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম পিএসসি। 

রোববার (৭ জুলাই) পলাশপুর জোনের আয়োজনে পলাশপুর জোন সদরসহ অধীনস্থ সকল বিওপি ক্যাম্পের পতিত/অব্যবহূত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষধি গাছের চারা রোপণ করা হয়। 

এ সময় পলাশপুর জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন, জুনিয়র কর্মকর্তা, অন্য পদবীর সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন অধিনায়ক বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিওপিগুলোতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ, ওষধি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিজিবি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

টিএইচ